পেট্রোবাংলা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পেট্রোবাংলা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বাংলাদেশের তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর অধিনে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড তাদের স্থায়ী শূন্য পদসমূহ পূরনের লক্ষ্যে পেট্রোবাংলা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ নামে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
Petrobangla Job Circular 2022 এর নিয়োগ বিজ্ঞপ্তিতে ০৬টি ক্যাটাগরিতে মোট ১৪ জনকে নিয়োগ দেবে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড। পেট্রোবাংলা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত পদ সমূহে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পেট্রোবাংলা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিটি পদের নাম সংখ্যা ও শিক্ষাগতো যোগ্যতা এবং এই চাকরি তে আবেদনের শর্তাবলি সমূহ বোঝার সুবিদার্থে নিম্নে উপস্থাপন করা হলো
পেট্রোবাংলা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
পদের নাম | প্রকৌশলী (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক/সিভিল) |
পদ সংখ্যা | ০৪ টি |
শিক্ষাগত যোগ্যতা | সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অথবা ৫ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং। |
বেতন স্কেল | ২২,০০০-৫৩,০৬০ টাকা। |
পদের নাম | সহকারী ব্যবস্থাপক (আইসিটি) |
পদ সংখ্যা | ০১ টি |
শিক্ষাগত যোগ্যতা | সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অথবা স্নাতকোত্তর ডিগ্রি। |
বেতন স্কেল | ২২,০০০-৫৩,০৬০ টাকা। |
পদের নাম | সহকারী ব্যবস্থাপক (প্রশাসক) |
পদ সংখ্যা | ০৩ টি |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতকোত্তর ডিগ্রি। |
বেতন স্কেল | ২২,০০০-৫৩,০৬০ টাকা। |
পদের নাম | সহকারী ব্যবস্থাপক (হিসাব) |
পদ সংখ্যা | ০২ টি |
শিক্ষাগত যোগ্যতা | বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। |
বেতন স্কেল | ২২,০০০-৫৩,০৬০ টাকা। |
পদের নাম | সহকারী কর্মকর্তা (প্রশাসন) |
পদ সংখ্যা | ০২ টি |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতকোত্তর ডিগ্রি। |
বেতন স্কেল | ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। |
পদের নাম | উপ-সহকারী প্রকৌশলী(সিভিল/অটোমোবাইল) |
পদ সংখ্যা | ০২ টি |
শিক্ষাগত যোগ্যতা | সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। |
বেতন স্কেল | ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। |
পেট্রোবাংলা চাকরিতে আবেদনের বয়স
সকল পদের জন্য প্রার্থীর বয়স ০২/০২/২০২২ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩০ (ত্রিশ) বছর। তবে, বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর। প্রার্থীর বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেটে লিপিবদ্ধ জন্মতারিখ প্রকৃত জন্মতারিখ হিসেবে গণ্য করা হবে। ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে জন্মতারিখ সংবলিত দালিলিক প্রমাণ জমা দিতে হবে। বয়সসংক্রান্ত কোনাে এফিডেভিট (Affidavit) গ্রহণযোগ্য হবে না। |
পেট্রোবাংলা চাকরিতে আবেদনের পদ্ধতি
অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ প্রার্থীকে Teletalk Bangladesh Ltd. – এর Web address (http://rpgcl.teletalk.com.bd) অথবা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল)-এর Web address (www.jpgcl.org.bd)-এর মাধ্যমে আরপিজিসিএল কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে Online Registration কার্যক্রম এবং ফি জমা প্রদান করতে হবে। উল্লিখিত ওয়েবসাইট ওপেন করলে Advertisement, Instructions for Submitting Application এবং ০৬ (ছয়) ক্যাটাগরি পদের জন্য নির্ধারিত Application Form (আবেদন ফরম) এর রেডিও বাটন দেখা যাবে। Advertisement-এর রেডিও বাটন ক্লিক করলে বিজ্ঞাপন পাওয়া যাবে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল)এর Web address (www.rpgcl.org.bd) -এ আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা দেয়া আছে। ফর্ম পূরণের পূর্বে প্রার্থী এ Instruction অংশটি download করে প্রতিটি নির্দেশনা ভাল করে আয়ত্ত করে Application Form-এর প্রতিটি Field-এ প্রদত্ত তথ্য/নির্দেশনা অনুসরণে Form পূরণ এবং লাল তারকা চিহ্ন Field সমূহ অবশ্যই পূরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর/জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই দাখিল করতে হবে। |
পরীক্ষার ফি জমা শুরু ও শেষ তারিখ এবং সময়
পেট্রোবাংলা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। সেলক্ষ্যে http://rpgcl.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করলে একটি লিংক পাওয়া যাবে। ঐ লিংকে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ এবং সময় নিরূপ: পরীক্ষার ফি জমার তারিখ
শুধুমাত্র User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। |
পরীক্ষার ফি প্রদানের জন্য SMS পাঠানাের নিয়মাবলি
Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশনা মতে ছবি এবং signature upload করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র submission সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থীকে রঙিন প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করতে হবে। Applicant’s কপিতে একটি User ID দেওয়া থাকবে এবং এ User ID ব্যবহার করে Teletalk Bangladesh Ltd. কর্তৃক SMS এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনাে Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি বাবদ অফেরতযােগ্য ৪৫০.০০ (চারশত পঞ্চাশ) টাকা জমা দিতে হবে: (i) প্রথম SMS: RPGCL<space>User ID লিখে send করুন 16222 নম্বরে। Example: RPGCL ABCDEF Reply: Applicant’s Name, TK-500.00 will be charged as an application fee. Your PIN is (8 digit number) e.g.-XXXXXXXX To pay a fee ( পরীক্ষার ফি জমা): Type RPGCL< Space>Yes<Space>PIN and send to 16222. (ii) দ্বিতীয় SMS: RPGCL<space>Yes<Space>PIN লিখে send করুন 16222 নম্বরে Example: RPGCI. YES 12345678 Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for RPGCL Application for <post name> User ID is (XXXXXX) and Password (XXXXXXXX). “বিশেষভাবে উল্লেখ্য, আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনাে অবস্থাতেই গ্রহণ করা হবে না”। |
পাসওয়ার্ড হারিয়ে গেলে করনিয়
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত পদ্ধতিতে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন। (i) User ID জানা থাকলে মােবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RPGCL<Space>Help<Space>User>Space>User ID and send to 16222 Example: RPGCL HELP USER ABCDEF & Send to 16222 (ii) PIN Number জানা থাকলে RPGCI<Space>Help<<Space>PIN>Space>PIN No. and send to 16222 Example: RPGCL HELP PIN XXXXXXXX & Send to 16222 অনলাইনে আবেদনে সমস্যা হলে, Online পদ্ধতিতে আবেদন করতে কোনো সমস্যা হলে Teletalk নম্বর থেকে ১২১ নম্বরে অথবা [email protected] ই-মেইলে যােগাযােগ করা যাবে (Mail এর Subject Organization Name: RPGCL’, Post Name ****Applicant’s User ID ও Contact Number’ অবশ্যই উল্লেখ করতে হবে)। |
লিখিত ও মৌখিক পরীক্ষার তথ্য
লিখিত ও মৌখিক পরীক্ষার নােটিশ প্রার্থীর মােবাইলে sms-প্রেরণ, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ এবং RPGCL-এর ওয়েবসাইট-এর মাধ্যমে জানানাে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় আবেদন ফরমে বর্ণিত সকল তথ্যের স্বপক্ষে নিম্নোক্ত কাগজপত্র/সনদের মূল কপি এবং একসেট সত্যায়িত কপি মৌখিক পরীক্ষা/সাক্ষাৎকার গ্রহণকারী কমিটি/কর্তৃপক্ষের নিকট উপস্থাপন/জমা দিতে হবে।
|
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি
![]() |
প্রতিদিন নতুন নতুন চাকরির খবর বা বিজ্ঞপ্তি পেতে আপনার ফোনে বা কম্পিউটারে সাপ্তিহিক চাকরির পত্রিকা ওয়েব সাইটি সেভ করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি এখানে প্রতিদিন নতুন নতুন চাকরির খবর সহ প্রতি সপ্তাহের সাপ্তাহিক চাকরির পত্রিকা, সাপ্তাহিক চাকরির ডাক, এবং মাসিক চাকরির খবর দেখতে পাবেন।