Govt Job, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি

পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিভাগে শূন্য পদ সমূহ পুরনের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি নামে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তির এই নিয়োগে ০১ টি পদে মোট ০১ জনকে নিয়োগ দিবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
Lawyer job circular ( আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি ) এই নিয়োগের পদ সমূহে সরকারি বা বেসারকারি চাকুরি প্রত্যাশিরা আবেদন করতে পারবেন। সাপ্তাহিক চাকরির পত্রিকা এর মাধ্যমে সরকারি চাকরির খবর এবং বেসরকারি চাকরির খবর প্রত্যাশি আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি এই পদ গুলোতে আবেদন করতে পারবেন।

আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি

আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর এই চাকরিতে বাংলাদেশের সকল জেলার sapthaik chakrir khobor প্রত্যাশি প্রার্থীগন আবেদন করতে পারবে। আপনাদের বোঝার সুবিধার্থে আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি 2022  নিয়োগের সমস্ত গুরুত্বপূর্ন তথ্য নিন্মে উপস্থাপন করা হলো।

পদের নাম – ০১প্যানেল আইনজীবী
পদ সংখ্যা০১ জন
শিক্ষাগত যোগ্যতাএল.এল.বি
বেতন স্কেলআলোচনা সাপেক্ষে

বাংলাদেশের বিভিন্ন আদালতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-কে পক্ষভূক্ত করে দায়েরকৃত মামলা পরিচালনা ও প্রতিদ্বন্দ্বিতা এবং সরকারী স্বাম রক্ষার্থে ঢাকাস্থ সকল আদালত, মহামান্য সুপ্রীম কোর্টের আপিলেট বিভাগ ও হাইকোর্ট বিভাগের জন্য আইন উপদেষ্টাফার্মকে কমিশনের তদন্ত ও মামলার কাজে নিয়ােগের লক্ষ্যে আগ্রহী আইনী প্রতিষ্ঠান বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিমােক্ত শর্তে দরখাস্ত করার আহব্বান করেছেন।

আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলি

আবেদনকারীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, মােবাইল নম্বর ও বয়স ইত্যাদি। উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম কমিশনের ওয়েবসাইট www.baec.gov.bd থেকে ডাউনলােড করা যাবে। 
আরো দেখুনঃ

আবেদনের সময়সীমাঃ

আগামী ৩০/০৪/২০২২ খ্রি. তারিখ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে সচিব, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, ই-১২/এ আপারর্শীও, শেরে বাংলা নগর, ঢাকা’র বরাবর আবেদনপত্র পৌছাইতে হবে।

পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি

প্রয়োজনীয় কাগজ পত্রঃ

আবেদনের সাথে ০২ কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি দিতে হবে। 
আবেদনের সাথে জাৰ্তীয় পরিচয়পত্র, শিক্ষাগত যােগ্যতার সনদ, পেশাগত সনদ, অভিজ্ঞতাসহ সকল সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
দাখিলকৃত আবেদন, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, মামলার সফলতা প্রভৃতি বিবেচনা করে সর্বোচ্চ ১০(দশ) জন বেদনকারীর সাক্ষাতকার নেয়া হবে। অতঃপর নির্বাচিত প্রার্থীকে নিয়ােগ প্রস্তাব দেয়া হবে।

অবিজ্ঞতাঃ

  • এডভোকেট হিসেবে ১০ (দশ) বৎসরের তন্মধ্যে হাইকোর্ট বিভাগে কমপক্ষে ০৭ (সাত) বৎসরের অভিজ্ঞতা, যাতে ১৫টি মামলা এককভাবে এবং যৌথভাবে কমপক্ষে ৩০ (ত্রিশ)টি মামলা পরিচালনা ও নিষ্পত্তির অভিজ্ঞতা থাকতে হবে। 
  • মহামান্য সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে চেম্বার থাকলে অগ্রাধিকার দেয়া হবে। 
  • নিজস্ব মালিকানা/লীজকৃত মানসম্পন্ন ব্যক্তিগত চেম্বার এবং নুন্যতম ১(এক) জন সহযােগী আইনজীবী, ১ (এক) জন মহুরী ও ১ (এক) জন সহযােগী কর্মচারী থাকতে হবে। 

Lawyer job circular

অন্যান্য সর্তাবলিঃ

আবেদনকারী আইনর্জীবীকে ঢাকায় স্থায়ীভাবে বসবাসকারী হতে হবে। 
কোন প্রতিষ্ঠানে প্যানেল আইনৰ্মীবী হিসাবে নিয়ােজিত থাকলে তা উল্লেখ করতে হবে। 

আইনজীবী নিয়োগ ০২ (দুই)+ বৎসরের জন্য হবে। সন্তোষজনক পারফরমেন্সের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের সিন্ধান্ত অনুযায়ী পরবর্তীতে নিয়ােগের মেয়াদ বর্ধিত করা যাবে। তবে, ০২ (দুই) বৎসর পর সন্তোষজনক কার্যাবলী পাওয়া গেলে প্যানেল থেকে তার নাম বাদ দেয়া হবে।

যদি এরূপ বাদ দিয়ে পত্র জারী করা না হয় সেক্ষেত্রে তিনি প্যানেল আইনজীবী হিসাবে কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। প্যানেল আইনজীবী নিয়োগ থাকাকালীন কোন প্রকার বেতন ভাতা বা সম্মানী দেয়া হবে না।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মামলা পরিচালনা অথবা প্রতিদ্বন্দ্বিতার দায়িত্ব পালন এবং আইন সংক্রান্ত অন্যান্য কার্যাবলী সম্পাদনের জন্য কর্তৃপক্ষের নির্ধারিত হারে আইনপেশাগত “ফিস” প্রদান করা হবে।
ফিস এর পরিমাণ অফিস চলাকালীন সময়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের তদন্ত ও মামলা শাখা হতে জানা যাবে বা কমিশনের ওয়েবসাট www.baec.gov.bd এ দেখা যাবে। 

কমিশন কোন আইনজীবীকে অব্যাহতি দিতে চাইলে এবং কোন আইনজীবী অব্যাহতি নিতে চাইলে সেক্ষেত্রে ৯০ (নব্বই) দিন পূর্বে নােটিশ প্রদান করতে হবে এবং প্রয়ােজনীয় কাগজপত্র হান্তর করতে হবে।
উপরােক্ত শর্ত ছাড়াও যে কোন শর্ত সংযােজন, বিয়ােজন, পরিবর্ধন, পরিবর্তন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
কোন কারণ দর্শানাে ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোন আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। আইনজীবী নিয়ােগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।

পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি

 

পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সাপ্তাহিক চাকরির পত্রিকা ( Saptahik Chakrir Potrika ) তে প্রতিদিন নতুন চাকরির খবর সবার আগে পেতে Saptahik Chakrir Potrika ওয়েব সাইটি সেভ করে রাখুন, আর আপনার বন্ধুদের সাথে ফেজবুকে নতুন নতুন Chakrir khbor গুলো শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *