কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কৃষি অধিদপ্তরে শূন্য পদে সমূহ পুরনের লক্ষ্যে সরাসরি জনবল নিয়োগের জন্য কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি নামে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তির এই নিয়োগে ০২ টি পদে মোট ১৪ জনকে নিয়োগ দিবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন।
Bangladesh Agriculture Development Corporation Job Circular ( কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ) এই নিয়োগের পদ সমূহে সরকারি বা বেসারকারি চাকুরি প্রত্যাশি প্রার্থগন আবেদন করতে পারবেন। সাপ্তাহিক চাকরির পত্রিকা এর মাধ্যমে সরকারি চাকরির খবর এবং বেসরকারি চাকরির খবর প্রত্যাশি আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি এই পদ গুলোতে আবেদন করতে পারবেন।
কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি
কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর এই চাকরিতে বাংলাদেশের সকল জেলার sapthaik chakrir khobor প্রত্যাশি প্রার্থীগন আবেদন করতে পারবে। আপনাদের বোঝার সুবিধার্থে কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2022 নিয়োগের সমস্ত গুরুত্বপূর্ন তথ্য নিন্মে উপস্থাপন করা হলো।
কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম সংখ্যা বেতন ও যোগ্যতা
পদের নাম – ০১ | সার্ভেয়ার |
পদ সংখ্যা | ০১ জন। |
শিক্ষাগত যোগ্যতা | সার্ভেয়ারশিপে সার্টিফিকেট। |
বেতন স্কেল | ১২,৫০০ – ৩০,২৩০ টাকা। |
পদের নাম -০২ | মেকানিক |
পদ সংখ্যা | ১৩ জন। |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম শ্রেণি পাশসহ ২ বছর মেয়াদি ট্রেডকোর্স পাশ। |
বেতন স্কেল | ১১,৩০০ – ২৭,৩০০ টাকা |
BADC job circular
কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগে প্রার্থির বয়সঃ ০৩ এপ্রিল ২০২২ তারিখের মধ্যে প্রার্থীর বয়সসীমা নিম্নে বর্নিত বয়সের মধ্যে হতে হবে। সাধারণ প্রার্থীর বয়সঃ ১৮ থেকে ৩০ বছরে। মুক্তিযােদ্ধা/প্রতিবন্ধী প্রার্থীর বয়সঃ ১৮-৩২ বছর। বিঃদ্রঃ শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়। চাকুরিরত প্রার্থীদের জন্য নির্দেশনাসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে। |
কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি
পরীক্ষার নির্দেশনা
মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রযােজ্যক্ষেত্রে আবেদনকারী মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। BADC job circular 2022এর প্রয়োজনীয় কাগজ পত্রআবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যােগ্যতার বিষয়টিও উল্লেখ করতে হবে। লিখিত পরীক্ষার পর কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীদের সদ্য তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের ছবি, শিক্ষাগত যােগ্যতার সনদের কপি, জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদ-এর কপি, মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকৃতদের সংশ্লিষ্ট মুক্তিযােদ্ধা সনদের কপি। মুক্তিযােদ্ধার সাথে সম্পর্ক সম্বলিত প্রত্যয়ন ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র Online-এ আবেদনের প্রিন্ট কপি Applicant’s Copy সত্যায়িত করে বাংলাদেশ তাঁত বাের্ড, বিটিএমসি ভবন (৫ম তলা), ৭-৯ কাওরান বাজার, ঢাকা-১২১৫ ঠিকানায় প্রেরণ করতে হবে। |
কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মাবলীঃ
পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://badc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করবেন।আবেদনের সময়সীমা নিম্নরূপঃi. আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০৩ এপ্রিল ২০২২ খ্রি: সকাল ১০:০০ টা। পরীক্ষার ফি সংক্রান্ত তথ্যপরীক্ষার ফি: পরীক্ষার ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা নিয়মানুসারে Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
ছবির ও স্বাক্ষরের সাইজঃ ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালাে/সম্পূর্ণ সাদা/ঘােলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। Bangladesh Agriculture Development Corporation Job Circularতবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/ পরিমার্জন/ পরিবর্ধন গ্রহণযােগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তােলা রঙিনছবি, নির্ভুলতথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলােড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। |
কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তির
আবেদনে এস এম এস করার নিয়ম
প্রথম SMS – BHB <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BHB ABCDEF send to 16222
Reply: Applicant’s Name, Tk- 500 will be charged as an application fee. Your PIN is (8 digit numbers). To pay a fee, type BHB Yes <space>PIN and send it to 16222.
দ্বিতীয় SMS – BHB Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BHB Yes 12345678 send to 16222
Reply: Congratulations! Applicant’s Name, payment completed successfully for BHB Application for post xxxxxxxxx User ID is (XXXXXX) and Password (XXXXxxxx).
User ID এবং Password ভুলে গেলে করনীয়
শুধু টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
i. User ID জানা থাকলেঃ BHB Help User ID & Send to 16222.
Example: BHB Help User ABCDEF & send to 16222
ii. PIN Number জানা থাকলেঃ BHB <space> Help PIN <space> PIN No & Send to 16222.
Example: BHB Help PIN 12345678 & send to 16222
কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি
অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি
![]() |
সাপ্তাহিক চাকরির পত্রিকা ( Saptahik Chakrir Potrika ) তে প্রতিদিন নতুন চাকরির খবর সবার আগে পেতে Saptahik Chakrir Potrika ওয়েব সাইটি সেভ করে রাখুন, আর আপনার বন্ধুদের সাথে ফেজবুকে নতুন নতুন Chakrir khbor কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি গুলো শেয়ার করুন।