চলমান চাকরি, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড গত ১৪ আগস্ট  তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এর অফিসিয়াল ওয়েবসাইট টি হলঃ www.bcsl.gov.bd ।বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম প্রকাশ করেন জব সার্কুলার। ৭ টি ক্যাটাগরিতে ১৩ টি শুন্য পদে দক্ষ ও মেধাবী জনবল নিয়োগ প্রদান করা হবে। বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড চাকরি করতে ইচ্ছুক হলে আপনাকে আবেদন ডাকযোগে বা কুরিয়ার এর মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা আবেদন ফরম ডাউনলোড করে নিতে পারবেন আমাদের এই পোস্টের মাধ্যমে। বি সি এস এল চাকরির খবর অনুযায়ী চলুন সকল তথ্য ও বিস্তারিত আকারে জেনে নেই।

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আপনারা কি বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অনুসন্ধান করেছেন? বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেনই। আমরাও আমাদের ওয়েবসাইটে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি ।আপনারা আমাদের ওয়েবসাইটে সকল চাকরির খবর, চাকরির এডমিট কার্ড এবং অন্যান্য সকল তথ্য পাবেন। আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিদিনই নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকই। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখতে পারেন ,সেই সঙ্গে প্রতিদিন একবার করে হলেও আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। বিসিএসএল ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে টেলিযোগাযোগ কাজে ব্যবহৃত ব্যবহার করার জন্য বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেন ।

এক নজরে বিসিএসএল নিয়োগ ২০২২

  • সংস্থাঃ বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড খুলনা।
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ১৪ ই আগস্ট ২০২২।
  • বিজ্ঞপ্তি আবেদনের শেষ তারিখঃ ১৪ ই সেপ্টেম্বর ২০২২।
  • ক্যাটাগরিঃ০৭ টি।
  • শূন্য পদ সংখ্যাঃ ১৩ টি।
  • চাকরির ধরনঃ ফুল টাইম।
  • কর্মস্থলঃ বাংলাদেশের যে কোন স্থান।
  • আবেদন ফিঃ ২০০/৩০০ টাকা।
  • বেতনঃ নিচে দেখুন ।

শূন্যপদ সম্পর্কিত তথ্য

০১.পদের নাম:  সহকারী ব্যবস্থাপক (উৎপাদন)

  • শূন্য পদের সংখ্যাঃ ১ টি ।
  • বেতন স্কেলঃ  ২৮,১৬০-৬৭,৯১০/- টাকা।
  • গ্রেডঃ ৫।
  • শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং।

০২.পদের নাম: ক্রয় কর্মকর্তা

  • শূন্য পদের সংখ্যাঃ ১ টি ।
  • বেতন স্কেলঃ  ২০,৪৮০-৪৯৪৪০/- টাকা।
  • গ্রেডঃ৬।
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাস।

০৩.পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

  • শূন্য পদের সংখ্যাঃ ১ টি ।
  • বেতন স্কেলঃ  ২০,৪৮০-৪৯৪৪০/- টাকা।
  • গ্রেডঃ৬।
  • শিক্ষাগত যোগ্যতাঃডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (মেকানিকাল) পাস।

০৪.পদের নাম:মারকেটিং সহকারি

  • শূন্য পদের সংখ্যাঃ ১ টি ।
  • বেতন স্কেলঃ  ১৭,৭০০-২৮,২৯০/- টাকা।
  • গ্রেডঃ১৩।
  • শিক্ষাগত যোগ্যতাঃব্যবসায় শিক্ষায় স্নাতক পাস।

০৫.পদের নাম:মেশিন অপারেটর

  • শূন্য পদের সংখ্যাঃ ৩ টি ।
  • বেতন স্কেলঃ  ১৭,৭০০-২৮,২৯০/- টাকা।
  • গ্রেডঃ১৩।
  • শিক্ষাগত যোগ্যতাঃএসএসসি (ভোকেশনাল) সহ এইচএসসি পাশ।

০৬.পদের নাম:গাড়ী চালক

  • শূন্য পদের সংখ্যাঃ ১ টি ।
  • বেতন স্কেলঃ  ১১,৪০০-২৫,৯৫০/- টাকা।
  • গ্রেডঃ১৪।
  • শিক্ষাগত যোগ্যতাঃএসএসসি পাশ।

০৭.পদের নাম:সাহায্যকারী

  • শূন্য পদের সংখ্যাঃ ৫ টি ।
  • বেতন স্কেলঃ  ১০,৭৩০-২৭,৬৯০/- টাকা।
  • গ্রেডঃ১৬।
  • শিক্ষাগত যোগ্যতাঃএসএসসি (ভোকেশনাল) পাশ।

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড

আবেদন সংক্রান্ত তথ্য

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড চাকরি করতে আগ্রহী, প্রার্থীকে নির্ধারিত ফরমে আগামী ১৪ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে।

ব্যবস্থাপনা পরিচালক,

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড,

শিরোমনি শিল্প এলাকা পোঃ সোনালি জুট মিলস,খুলনা-৯২০৬

বিসিএসএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুসারে আবেদনপত্র ,প্রেরণ করতে পারবেন, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।

আরও দেখুন…

বিসিএসএল আবেদন ফরম ডাউনলোড

আবেদনকারীকে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এর অফিশিয়াল ওয়েবসাইঃ www.bcsl.gov.bd ।বিসিএসএল আবেদন ফরম ডাউনলোড করে উক্ত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে।

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

প্রয়োজনীয় কাগজপত্রাদি

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড আবেদন করতে হলে , যে সকল কাগজপত্রদি আপনাকে সংযুক্ত করতে হবে তা নিছে লিস্ট করে দেওয়া হলঃ

  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
  • ভোটার আইডি কার্ড /জন্ম নিবন্ধন সনদ।
  • অভিজ্ঞতার সনদপত্র।
  • নাগরিকত্ব সনদপত্র।
  • ব্যাংক ড্রাফটবা অর্ডার।
  • ০৩ কপি রঙিন ছবি।
  • আবেদন পত্রে দেওয়া মোবাইল নম্বরটি সব সময় সচল রাখতে হবে।

শর্তাবলী

  1. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  2. আবেদনকারীকে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে।
  3. চাকরিরত প্রার্থীদেরকে উপযুক্ত শর্তাবলী অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  4. নির্ধারিত ফরম ব্যতীত অথবা ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
  5. বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগের জন্য প্রার্থীদের ড্রপ টেস্ট উত্তীর্ণ হতে হবে।
  6. একাই প্রার্থী একাই পদে আবেদন করতে পারবে না।
  7. আবেদনপত্রে ওভাররাইটিং ব্যবহার করা যাবে না।
  8. যেকোনো ধরনের পদ্ধতি বা সুপারিশ প্রার্থীর জন্য অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  9. বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবেনা।
  10. নির্ধারিত ফরমে ব্যতীত অথবা ত্রুটিপূর্ণ  ও অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *