সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, অভ্যন্তরীণ নৌ-পরিবহন বিভাগে শূন্য পদে সমূহ পুরনের লক্ষ্যে সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি নামে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তির এই নিয়োগে ২৪ টি পদে মোট ৩৬৩ জনকে নিয়োগ দিবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন বিভাগ।
Bangladesh Inland Water Transport Corporation ( বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি ) এই নিয়োগের পদ সমূহে সরকারি বা বেসারকারি চাকুরি প্রত্যাশি নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। সাপ্তাহিক চাকরির পত্রিকা এর মাধ্যমে সরকারি চাকরির খবর এবং বেসরকারি চাকরির খবর প্রত্যাশি আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি (বিআইডব্লিউটিএ) এই পদ গুলোতে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর এই চাকরিতে বাংলাদেশের সকল জেলার sapthaik chakrir khobor প্রত্যাশি প্রার্থীগন আবেদন করতে পারবে। আপনাদের বোঝার সুবিধার্থে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি 2022  নিয়োগের সমস্ত গুরুত্বপূর্ন তথ্য নিন্মে উপস্থাপন করা হলো।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম সংখ্যা বেতন ও যোগ্যতা

পদের নাম – ০১তড়িৎ প্রকৌশলী
পদ সংখ্যা২ টি
শিক্ষাগত যোগ্যতাতড়িৎ প্রকৌশলে স্নাতক/ সমমানের ডিগ্রী।
বেতন স্কেল৩৫৫০০-৬৭০১০ টাকা
পদের নাম -০২সরকারি নৌ স্থপতি এবং প্রকল্প কর্মকর্তা
পদ সংখ্যা৫ টি
শিক্ষাগত যোগ্যতানৌ স্থাপত্য এবং নৌ-প্রকৌশল এ স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল২২০০০-৫৩০৬০ টাকা
পদের নাম – ০৩সরকারি নৌ প্রকৌশলী, সহকারি যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার
পদ সংখ্যা৬ টি
শিক্ষাগত যোগ্যতামেকানিক্যাল/ মেরিন ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল২২০০০-৫৩০৬০ টাকা

বিআইডব্লিউটিএ নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম – ০৪সহকারি প্রকৌশলী
পদ সংখ্যা৬ টি
শিক্ষাগত যোগ্যতাপুর প্রকৌশল অথবা পানি সম্পদে স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল২২০০০-৫৩০৬০ টাকা
পদের নাম -০৫ নদী জরিপকারী
পদ সংখ্যা১ টি
শিক্ষাগত যোগ্যতাস্নাতক পর্যায়ে অংক সহ হাইড্রোগ্রাফিক/ ওসানোগ্রাফি তে স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল২২০০০-৫৩০৬০ টাকা
পদের নাম – ০৬সহকারি তড়িৎ প্রকৌশলী (ডেকা চেইন)
পদ সংখ্যা৪ টি
শিক্ষাগত যোগ্যতাইলেকট্রনিক্স ইলেকট্রিকালে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
বেতন স্কেল২২০০০-৫৩০৬০ টাকা
পদের নাম – ০৭সহকারী প্রকৌশলী (সিএসই)
পদ সংখ্যা২ টি
শিক্ষাগত যোগ্যতাতড়িৎ/ কম্পিউটার প্রকৌশলে স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল২২০০০-৫৩০৬০ টাকা
পদের নাম – ০৮কনিষ্ঠ নদী জরিপকারী
পদ সংখ্যা ৬ টি
শিক্ষাগত যোগ্যতাগণিতসহ বিএ ডিগ্রী অথবা পদার্থ রসায়ন ও গণিত সহ বিএসসি ডিগ্রী।
বেতন স্কেল১১০০০-২৬৫৯০ টাকা

অভ্যন্তরীণ নৌ-পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম – ০৯উপ-সহকারী প্রকৌশলী (পুর প্রকৌশল)
পদ সংখ্যা২ টি
শিক্ষাগত যোগ্যতাপুর প্রকৌশলে ডিপ্লোমাধারী প্রকৌশলী হতে হবে।
বেতন স্কেল১৬০০০-৩৮৬৪০ টাকা
পদের নাম – ১০সহকারি কারিগরি কর্মকর্তা
পদ সংখ্যা১২ টি
শিক্ষাগত যোগ্যতানৌ প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলে ডিপ্লোমা।
বেতন স্কেল১৬০০০-৩৮৬৪০ টাকা
পদের নাম – ১১তত্ত্বাবধায়ক (তড়িৎ), কারিগরি সহকারি (তড়িৎ), উপসহকারী প্রকৌশলী (তড়িৎ)
পদ সংখ্যা৭ টি
শিক্ষাগত যোগ্যতাইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স এ ডিপ্লোমাধারী হতে হবে।
বেতন স্কেল১৬০০০-৩৮৬৪০ টাকা
পদের নাম – ১২কারিগরি সহকারি
পদ সংখ্যা২০ টি
শিক্ষাগত যোগ্যতাএসএসসি সহ সাব ওভারশিয়ার সার্ভে ফাইনাল পাস।
বেতন স্কেল১০২০০-২৪৬৮০ টাকা
পদের নাম – ১৩কারিগরি সহকারি (মেরিন/ ডিজেল/ জাহাজ নির্মাণ/ মেকানিক্যাল)
পদ সংখ্যা২০ টি
শিক্ষাগত যোগ্যতাএসএসসি সহ সংশ্লিষ্ট দুই বছর মেয়াদী কোর্স পাস।
বেতন স্কেল১০২০০-২৪৬৮০ টাকা
পদের নাম – ১৪কারিগরি সহকারি (তড়িৎ)
পদ সংখ্যা১৫ টি
শিক্ষাগত যোগ্যতাএসএসসি সহ সংশ্লিষ্ট দুই বছর মেয়াদী কোর্স পাস।
বেতন স্কেল১০২০০-২৪৬৮০ টাকা
পদের নাম – ১৫তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারি ও সহকারি
পদ সংখ্যা৩ টি
শিক্ষাগত যোগ্যতা১০২০০-২৪৬৮০ টাকা
বেতন স্কেলস্নাতক ডিগ্রী।

নৌ-পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পদের নাম – ১৬কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা১০ টি
শিক্ষাগত যোগ্যতাবিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল১১০০০-২৬৫৯০ টাকা
পদের নাম – ১৭ড্রাইভার-৩
পদ সংখ্যা১০ টি
শিক্ষাগত যোগ্যতাতৃতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার হিসেবে কম্পিটেন্সি সার্টিফিকেট ধারী হতে হবে।
বেতন স্কেল৯৩০০-২২৪৯০ টাকা
পদের নাম – ১৮ওয়েন্ডার
পদ সংখ্যা৫ টি
শিক্ষাগত যোগ্যতাএসএসসি সহ ওয়েল্ডিং কাজের অভিজ্ঞতা।
বেতন স্কেল৯৩০০-২২৪৯০ টাকা
পদের নাম – ১৯মোটর মেকানিক/ ডিজেল মেকানিক/ মেকানিক
পদ সংখ্যা১৫ টি
শিক্ষাগত যোগ্যতা৪ মাস মেয়াদী কোর্সের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বেতন স্কেল৯৩০০-২২৪৯০ টাকা
পদের নাম – ২০ইলেকট্রিক মেকানিক/ ইলেকট্রিশিয়ান (জাহাজ)
পদ সংখ্যা১০ টি
শিক্ষাগত যোগ্যতাসরকারি কর্তৃপক্ষ হতে বি গ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল৯৩০০-২২৪৯০ টাকা

Sapthaik chakrir Potrika

পদের নাম – ২১গ্রীজার
পদ সংখ্যা৬১ টি
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
বেতন স্কেল৯০০০-২১৮০০ টাকা
পদের নাম – ২২লস্কর
পদ সংখ্যা৭৩ টি
শিক্ষাগত যোগ্যতাডিইপিটিসি হতে ১ বছর মেয়াদী কোর্স পাস অথবা মাধ্যমিক পাস।
বেতন স্কেল৮৫০০-২০৫৭০ টাকা
পদের নাম – ২৩ভান্ডারী
পদ সংখ্যা৩০ টি
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাস সহ খাদ্য পাক করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল৮৫০০-২০৫৭০ টাকা
পদের নাম – ২৪তোপাষ
পদ সংখ্যা৩০ টি
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
বেতন স্কেল৮২৫০-২০০১০ টাকা

BIWTA New Job Circular

বয়সঃ ০১/০৪/২০২২ তারিখে প্রার্থীদের বয়স ১ নং পদের জন্য ২৭ থেকে ৪০ বছর ২,৩,৪,৭,৮,৯,১২,১৩,১৪,১৫,১৬ নং পদের জন্য ২১ থেকে ৩০ বছর ও ৫,৬,১০,১১ নং পদের জন্য ২১ থেকে ৩৫ বছর এবং ১৭,১৮,১৯,২০,২১,২২,১৩,২৪ নং পদের জন্য ১৮ থেকে ৩০ বছর হতে হবে।
বিঃদ্রঃ বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়। 
চাকুরিরত প্রার্থীদের জন্য নির্দেশনা
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
নিয়ােগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশােধন হলে তা অনুসরণ করা হবে। চাকুরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে দলিলাদি দাখিলের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট কাগজপত্র প্রেরণ করতে হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার নির্দেশনা

মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।
এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রযােজ্যক্ষেত্রে আবেদনকারী মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

Bangladesh Inland Water Transport Corporation এর প্রয়োজনীয় কাগজ পত্র

আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যােগ্যতার বিষয়টিও উল্লেখ করতে হবে। লিখিত পরীক্ষার পর কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীদের সদ্য তােলা ০৩ থেকে ০৫ কপি পাসপাের্ট সাইজের ছবি, শিক্ষাগত যােগ্যতার সনদের কপি, জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদ-এর কপি, মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকৃতদের সংশ্লিষ্ট মুক্তিযােদ্ধা সনদের কপি, মুক্তিযােদ্ধার সাথে সম্পর্ক সম্বলিত প্রত্যয়ন ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র Online-এ আবেদনের প্রিন্ট কপি Applicant’s Copy সত্যায়িত করে জমা দিতে হবে।
দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এ সংক্রান্ত নির্দেশনা বাের্ডের নিজস্ব ওয়েবসাইট http://www.biwta.gov.bd/ এ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানাে হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি তে আবেদনের নিয়মাবলীঃ

পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ ৩০/০৪/২০২২ তারিখ পর্যন্ত শুধুমাত্র www.jobsbiwta.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
i. আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০১ এপ্রিল ২০২২
ii. আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ৩০ এপ্রিল ২০২২।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ কে Online -এ আবেদনপত্র Submit -এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস (SMS) এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

পরীক্ষার ফি সংক্রান্ত তথ্য

পরীক্ষার ফি: আবেদন ফি বাবদ ক্রমিক ০১ হতে ১১ নং পদের জন্য ৩২০ (তিনশত বিশ) টাকা এবং ক্রমিক ১১ হতে ২৪ নং পদের জন্য ২১৫/-(দুইশত পনেরাে) টাকা হারে (অফেরৎযােগ্য) আবেদন ফি জমা দিতে হবে।
পরীক্ষার ফি প্রদান পদ্ধতি: অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Applied ID টি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এর পরে উক্ত Applied ID টি রকেটের Biller Number হিসেবে ব্যবহার করে ৭২ ঘন্টার মধ্যে ডাচ্ বাংলা মােবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বিআইডব্লিউটিএ’র বিলার আইডি নং-৪২২ এ আবেদন ফি জমা করতে হবে।
আরো দেখুনঃ

ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালাে/সম্পূর্ণ সাদা/ঘােলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। 

BIWTA New Job Circular

তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/ পরিমার্জন/ পরিবর্ধন গ্রহণযােগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তােলা রঙিনছবি, নির্ভুলতথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলােড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সাপ্তাহিক চাকরির পত্রিকা ( Saptahik Chakrir Potrika ) তে প্রতিদিন নতুন চাকরির খবর সবার আগে পেতে Saptahik Chakrir Potrika ওয়েব সাইটি সেভ করে রাখুন, আর আপনার বন্ধুদের সাথে ফেজবুকে নতুন নতুন Chakrir khbor বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি গুলো শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *